মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আটক আনছার-উল হক জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত তাকে জামিনে মুক্তি দেন।
এদিন বিকেল ৫টার সময় তিনি জেল গেট থেকে বের হন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন।এরপর এক মোটর সাইকেল শোভাযাত্রা করে তাকে মেহেরপুর জেলা বিএনপি’র শাহাজীপাড়াস্থ কার্যালয়ে নেয়া হয়। শোভা যাত্রায় শতাধিক মোটর সাইকেল অংশ নেয়। পরে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদ্য জামিনে মুক্তি পাওয়া নেতা আনছার-উল হক। তাকে বরণ করতে জেল গেটে উপস্থিত ছিলেন বিএনপির সভাপতি আলমগীর হোসেন, মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মুজিবুল হক খান চৌধুরী হেলাল, বিএনপি নেতা অ্যাড. মোখলেছুর রহমান স্বপন, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক আনোয়ারুল হক কালু, আব্দুল করিম, জেলা যুবদলের আহবায়ক জহুরুল ইসলাম বড়বাবু, পৌর যুবদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান তপন, সদর থানা যুবদলের সভাপতি হাসিবুজ্জামান স্বপন, মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি গোলাম মহি হিরু, সদর থানা যুবদলের সাংগাঠনিক সম্পাদক কামরুল হাসান পলাশ, সদর থানা তৃণমূল দলের সভাপতি ওমর ফারুক লিটন, যুবদল নেতা একরামুল হক একা, রুহুল আমিন, আনিছুর রহমান লাবলু, নূর তাজুল, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মোস্তাকিম, সহসভাপতি মীর আলমগীর ইকবাল আলম, ছাত্রদল নেতা জনি, বিট্টু প্রমুখ।
উলেখ্য, এর আগে গত ১০ নভেম্বর দুপুরে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল থেকে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনছার-উল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, জেলা তরুণ দলের আহবায়ক কাজি মিজান মেনন ও সাবেক ছাত্রদল নেতা আজমল হোসেন মিন্টুকে মেহেরপুর সদর থানা পুলিশ আটক করে। পরের দিন পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।