ঠাকুরগাঁও প্রতিনিধি : সদর উপজেলার একটি মুরগির খামারে বিষ্ঠা দিয়ে তৈরি বায়োগ্যাস দিয়ে রান্নাবান্নার কাজ ছাড়াও জেনারেটর চালিয়ে উতপন্ন করা হচ্ছে বিদ্যুত। আর উতপাদিত বিদ্যুত ব্যবহার করা হচ্ছে খামারের বিভিন্ন কাজে। শুধু তাই নয়, খামারের দু’পাশের দুটি পাড়াতে বায়োগ্যাস সরবরাহ করারও উদ্যোগ নেয়া হয়েছে।
উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্রামে ১০ একর জমির উপর স্থাপিত ‘নিশ্চিন্তপুর পোল্ট্রি এন্ড ফিডস লিমিটেড’ নামে আধুনিক মুরগির খামার। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এই খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মুরগির বিষ্টা দিয়ে এখানে উৎপন্ন হচ্ছে বায়োগ্যাস। ১০ হাজার ৭৫০ ঘনফুট আয়তন বিশিষ্ট রয়েছে দু’টি বায়োগ্যাস প্ল্যান্ট। মুরগির খামার ও বায়োগ্যাস প্ল্যান্টের উদ্যোক্তা জনার্দন চক্রবর্তী ও শিবলী ইসলাম জানান, আপাতত ১০ কিলোওয়াট (১০,০০০ ওয়াট) বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।
সম্পূর্ণ পরিবেশবান্ধব এই মুরগির খামারে কাজ করছেন অর্ধশত শ্রমিক।
তাঁরা আরো জানান, তাঁরা শিগগির দুটি গ্রামের শতাধিক পরিবারের মধ্যে বায়োগ্যাস সংযোগ দিবেন। এই গ্যাসের সাহায্যে গ্রামবাসী রান্নাবান্নার কাজ করতে পারবেন, জ্বালাতে পারবেন বাতি। সরকারের বিদ্যুতের উপর গ্রামবাসীর নির্ভরতা কমবে।
প্রকল্পের কথা শুনে ইতিমধ্যেই ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস ও সদর ইউএনও আবু সালেহ মোহাম্মদ ওবায়দুলাহ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। তাঁরা এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন।