কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় এক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৬ ডাকাতকে আটক করেছে র্যাব। ১৮ নভেম্বর সোমবার রাত ১১টার দিকে উপজেলার বাহিরচর বারোদাগ গ্রামের জনৈক টুটুল প্রামানিকের বাড়ির সংলগ্ন আম বাগান থেকে তাদের আটক করা হয়। আটক ডাকাতরা হলেন, পাবনা সদর উপজেলার মাধমপুর গ্রামের ডাবলু প্রামানিকের ছেলে আমিরুল ইসলাম মিন্টু (২৬), আতাইকুলা উপজেলার পুষ্পপাড়া গ্রামের আজিজাল বিশ্বাসের ছেলে নাসিম বিশ্বাস (৪৫), একই উপজেলার ধর্মগ্রামের আছাই মল্লিকের ছেলে সেলিম মল্লিক (৩২), আমিনপুর থানার নগরবাড়ি গ্রামের মামুন শেখের ছেলে ভোলা শেখ (৪২) এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি গ্রামের মিয়াচান মন্ডলের ছেলে হোসেন মন্ডল (৩৩) ও সমেতপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে রাসেল মিয়া (২৮)।
র্যাব জানায়, রাতে ওই আম বাগানে বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে গোপনে এ সংবাদ পেয়ে কুষ্টিয়া র্যাব ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় ৬ ডাকাতকে একটি বিদেশী পিস্তল, একটি বিদেশী একনলা বন্দুক, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ২টি বন্দুকের কার্তুজ ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। আটক ডাকাতদের বিরুদ্ধে ভেড়ামারা থানায় মামলা করেছে র্যাব-১২।
