এস.গুলবাগী,বগুড়া : বগুড়ায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে মহিলা দলের এক নেত্রীর লাখ টাকা ভর্তি টাকা ব্যাগ সহ স্বর্নালংকার ছিনতাই ঘটনায় দলের সভানেত্রী সহ ৫নেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মামলায় অন্য যাদের আসামী করা হয়েছে তারা হলেন মহিলা নেত্রী রাবেয়া বেগম ,বিউটি বেগম,আমেনা বেগম এবং নয়ন তারা । মহিলা দলীয় নেত্রীদের ছিনতাই কেলেংকারী ঘটনায় থানায় অভিযোগ দায়েরের ঘটনা বগুড়ায় টপ অব দ্যা টাউনে পরিনত হতে চলেছে । সোমবার বিকালে শহরের থানারোডে প্রকাশ্যে দিনের বেলায় চাঞ্চচাল্যকর এই ঘটনাটি ঘটে ।

জানা গেছে , বগুড়া জেলা জাতীয়তাবাদী দল মহিলা দলীয় অভ্যন্তরীন কোন্দল বেশ দীর্ঘ দিনের । এই দলে পৃথক পৃথক কর্মসূচির চলছে পাল্টা পাল্টি ভাবে । অভ্যান্তলনি কোন্দলের জের ধোরে মারামারি ,হাতাহাতি চুলোচুলির ঘটনা অব্যাহত রয়েছে বেশ দীর্ঘ দিন যাবত । কিন্তু সেই ঘটনার রেশ থাকতেই এবার মিছিলে মহিলা দলের দু’পক্ষে মারামারি এবং লাখটাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে । এ ঘটনায় জেলা মহিলা দলের সভানেত্রী লাভলী রহমানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা ঠুকে দিয়েছেন একই দলের অপর এক নেত্রী রহিমা আক্তার রিপা । বগুড়া সদর থানায় দায়ের করা অভিযোগে জানা গেছে , সোমবার বিকালে বিএনপির মহিলা দলীয় নেত্রী ও উত্তর চেলোপাড়া এলাকার আশেক আল মামুন এর স্ত্রী রহিমা আক্তার রিপা প্রয়োজনে স্থানীয় একটি ব্যাংক থেকে ১লাখ টাকা তুলে দলের একটি মিলাদ কর্মসূচিতে অংশ গ্রহন শেষে বাড়ী ফিরছিলেন । বিকাল ৪টার দিকে তাকে দলের পক্ষে কালো পতাকা মিছিলে অংশ নেবার জন্য বলা হয় । দলীয় কার্যলয় থেকে শুরুর পরে শহরের প্রধান সড়ক থানা রোড দিয়ে যাবার সময় মিছিল বগুড়া সদর থানার সন্নিকটে পৌছলে মিছিলের অগ্রভাগে থাকা মহিলা দলীয় নেত্রীদের মধ্যে ধাক্কা ধাক্কি মারামারিতে পরি নত হয় । এসময় মহিলা দলের সভ নেত্রী লাভলী রহমান এবং তার স্বপক্ষের কয়েক জন মহিলা নেত্রী অভিযোগকারীনি রহিমা আক্তার রিপাকে চুল ধরে মাটিতে ফেলে দিয়ে মারপিট শুরু করে এসময় তার গলা এবং শরীর থেকে স্বর্নের চেইন সহ বিভিন্ন অর্নামেন্টস ছিনিয়ে নেয় । একই সময়ে তার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় সভানেত্রী লাভলী রহমান ।
এব্যপারে গতকাল রাতে বগুড়া সদর সার্কেলের ওসি (তদন্ত) নূরে আলম এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন , তদন্ত করে এব্যপারে ব্যাবস্থা গ্রহন করা হবে। এব্যপারে দলের পক্ষে কোন মন্তব্য পাওয়া যায়নি ।
