এম. এ করিম মিষ্টার, নীলফামারী : নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের নিজ ভোগডাবুড়ি কাঁঠালতুলি গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে। ১৯ নভেম্বর মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে ওই এলাকার নূর আলমের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে রঞ্জু, মোহাম্মদ আলী, মধুসহ আটটি পরিবারের ১৫টি ঘর, আসবাবপত্র, নগদ অর্থ ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ডোমার দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।