চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবন্দরে মালবাহী ট্রেন থেকে মালামাল লুট করার সময় দৃর্বৃত্তদের সাথে বন্দরের নিরাপত্তাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। এসময় দৃর্বৃত্তরা বন্দরের নিরাপত্তাকর্মী সাইফুল ইসলামকে (২৭) একা পেয়ে বেধড়ক পিটিয়ে পায়ের রগ কেটে দিয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধা ৬ টার দিকে। তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে পোড়াদহ জি আর পি থানায় দর্শনা বন্দর রেল পুলিশের এ এস আই গোলাম কিবরিয়া বাদী হয়ে ২৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে।
মামলার বাদী দর্শনা বন্দর রেল পুলিশের এ এস আই গোলাম কিবরিয়া জানান, সোমবার সন্ধ্যা ৬ টার দিকে দামুড়হুদা উপজেলার দর্শনা রেলবন্দরে রক্ষিত ভারত থেকে আমাদানী কৃত ভূষিমালের (পোল্টি খাবার) ওয়াগন ভেঙ্গে দুর্বৃত্তরা মালামাল লুট করার সময় রেলওয়ে নিরাপত্তা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা নিরাপত্তা কর্মী সাইফুল ইসলাম কে একা পেয়ে তাকে পাশ্ববর্তী মাঠে ধরে নিয়ে যায়। সেখানে তারা সাইফুলকে বেধড়ক পিটিয়ে মারাতœক ভাবে আহত করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে পরে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ের রগ কেটে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীরা ২ রাউন্ড ফাকা গুলি বর্ষন করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় অন্যান্য নিরাপত্তাকর্মীরা বন্দরের পাশ্ববর্তী মাঠ থেকে মুমূর্ষ অবস্থায় নিরাপত্তাকমী সাইফুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
