ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি জেলা মহিলা ও শিশু বিষয়ক কার্যালয় এইডস আই ভি এইডস বিষয়ক জন সচেতনতা মুলক কর্মশালা ১৯ নভেম্বর মঙ্গলবার বিকালে মহিলাদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাকির হোসেনের সভাপতিত্বে এ কর্মশালায় উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: হুমায়ুন কবির প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার জহিরুল ইসলাম ও সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস এই কর্মশালা পরিচালনা করেন। জাতীয় এইডচ-এনটিডি কর্মসূচীর আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে জেলা সিভিল সার্জন অফিস এর বাস্তবায়ন করছে।
