আমতলী প্রতিনিধি : বরগুনার তালতলীতে কনকনে শীতে খোলা আকাশের নিচে মাটিতে বসে কোমলমতি শিশু-কিশোররা পাঠদান নিচ্ছে। বিদ্যালয়ের বার্ষিক ও সমাপনী পরীক্ষার ফলাফল উপজেলার মধ্যে ভাল হলেও বিদ্যালয়টি নানাবিদ সমস্যায় জর্জরিত।
শ্রেণীকক্ষ ও আসবাবপত্রের অভাবে ভাল ফলাফল অর্জনকারী বরগুনার নবগঠিত তালতলী উপজেলার হুলাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলে খোলা আকাশের নিচে।
তথ্য সূত্রে জানা যায়, ১৯৯১ সালে হুলাটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পরশীয়া খানম বলেন, বিদ্যালয়ের উত্তর পাশে একটি পাকা ভবন করা খুবই জরুরি হয়ে পড়েছে। বিদ্যালয়ের প্রধান সমস্যা পাকা ভবন, শ্রেণীকক্ষ শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ২০০ জন ছাত্র-ছাত্রী রয়েছে বিদ্যালয়টিতে।
বিপুল সংখ্যক শিশু-কিশোরদের পাঠদান করাতে শিক্ষকদের কঠোর শ্রম দিতে হচ্ছে এবং অতিরিক্ত সময় দিতে হচ্ছে। এ ব্যাপারে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে অফিস সূত্র জানান, হুলাটানা স্কুলের পাকা ভবন নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।