মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাক্ষ্মণবাজার এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় উস্কার মিয়া (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহত উস্কার মিয়া স্থানীয় হিঙ্গাজিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
জানা যায়, উস্কার মিয়া রাস্তা পারাপারের সময় চা-পাতা নিয়ে একটি পিকআপ ভ্যান কুলাউড়া যাওয়ার পথে প্রতিমধ্যে ব্রাক্ষণবাজারের মুসলিম এইড হাসপাতালের সম্মুখে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ঘটনায় চালককে আটক করা যায়নি।