কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বড়নগর বাসষ্ট্যান্ডে লড়ির চাকায় পিষ্ট হয়ে আরাফাত (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৯ নভেম্বর মঙ্গলবার সকালে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের বড়নগর বাসষ্ট্যান্ডে ওই লড়ি শ্রমিকের মৃত্যু হয়। নিহত আরাফাত উপজেলার মোক্তারপুর ইউনিয়নের দিঘুয়া গ্রামের মো. সোনালুর ছেলে।
জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের দিঘুয়ার গ্রামের মেসার্স আর.এফ.এস ব্রিকস থেকে একটি লড়িতে ২ হাজার ইট নিয়ে তুমলিয়া যাওয়ার পথে চালকসহ লড়িতে থাকা ৪ শ্রমিকের ১ শ্রমিক পরে লড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
