সিরাজগঞ্জ প্রতিনিধি : পদত্যাগের পর মহাজোট সরকারের মন্ত্রীসভার বৈঠকের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলীয় জোটের ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে পৃথকভাবে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি ও জামায়াত। সোমবার সকাল সাতটার দিকে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডের খাদেমেরপুল থেকে কালো পতাকা মিছিল বের করে জামাত-শিবির নেতা কর্মিরা। মিছিলটি রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। অরপদিকে বেলা বারটার দিকে শহরের ইবি রোড জেলা বিএনপি কার্যালয় থেকে একটি কালো পতাকা মিছিল বের করে জেলা বিএনপি। মিছিলটি শহরের এস বি ফজলুল হক রোড হয়ে আবারও জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ এমপি, জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি শামীম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
