সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সর্বদলীয় সরকারে বিএনপি না এলেও নির্বাচনে কোন ব্যাঘাত ঘটবে না : স্বরাষ্টমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ১০:৩৮ অপরাহ্ণ

MK alamgirদেলোয়ার হোসেন, জামালপুর : স্বরাষ্টমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, বিএনপি এখন সংখ্যলঘিষ্ঠ প্রতিনিধি নিয়ে সংসদে আছে, সংখ্যালঘিষ্ঠ হয়ে সংখ্যাগরিষ্ঠ জনপ্রতিনিধিদের উপর তাদের মতামত চাপিয়ে দেবে পৃথিবীতে এমন নজির কোন গণতান্ত্রিক দেশে নেই। সর্বদলীয় সরকারে বিএনপি না এলেও আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের কোন ব্যাঘাত ঘটবে না। তিনি ১৮ নভেম্বর সোমবার সকালে বকশীগঞ্জ থানার সম্প্রসারিত ভবন ও দি ফারমার্স ব্যাংক লিমিটেডের ৪র্থতম বকশীগঞ্জ শাখার শুভ উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওইকথা বলেন।
এসময় মন্ত্রী আরও বলেন, যে সূত্র নিয়ে বিএনপি বিরোধীতা করছে সে সূত্র গ্রহণযোগ্য নয়, তা গণতন্ত্রের পরিপন্থি। সংবিধান অনুযায়ী সময় মতো নির্বাচনের বিপক্ষে যারা অবস্থান নেয় তারা গণতন্ত্রের শত্র“। সর্বদলীয় সরকার গঠন করা হবে আর এতে কোন ব্যক্তি বা দল অংশ গ্রহণ না করলে নির্বাচনের ব্যাঘাত ঘটবে না।
পরে মন্ত্রী বকশীগঞ্জের ধানুয়াকামালপুর এলসি স্টেশন পরিদর্শন করেন এবং স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত Jamalpur 18-11-2013ছিলেন সংস্কৃতি মন্ত্রী আলহাজ আবুল কালাম আজাদ, অতিরিক্ত আইজিপি মুখলেছুর রহমান পান্না, জেলা প্রশাসক দেলওয়ার হায়দার, পুলিশ সুপার নজরুল ইসলাম, ব্যাংকের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি মাহবুবুল হক বাবুল চিশতী, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা শিল্পপতি নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সিনি: সহ-সভাপতি আবু ওয়াহেদ সাদা, সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আবু জাফর, বিপ্লবী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আগা সাইয়ুম,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ সিদ্দিকী প্রমূখ।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!