শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ প্রধান বিরোধী দল বিএনপিকেও সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। ১৮ নভেম্বর সোমবার দুপুরে মহাজোট ছেড়ে সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণাকালে তিনি ওই আহবান জানান। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এইচএম এরশাদ বলেন, চলমান সংকট মোকাবেলায় সর্বদলীয় সরকারে যোগ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তাঁর দাবি, জনগণকে বাঁচাতে তিনি ও তাঁর দল ওই সিদ্ধান্ত নিয়েছেন।
সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, ‘দুর্নীতিগ্রস্ত’ ও ‘অত্যাচারী’ সরকারকে সরাতে নির্বাচনে অংশগ্রহণ করা ছাড়া আর কোনো পথ খোলা নেই। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশ না নিলে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে বলে তাঁর বিশ্বাস। তবে নির্বাচনে কারচুপির আশঙ্কা দেখা দিলে জাতীয় পার্টি নির্বাচন করবে না।
উল্লেখ্য, এরশাদ বেশ কিছুদিন যাবত বলে আসছিলেন, তিনি সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাবেন না। সোমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা এরশাদকে তাঁর আগে দেওয়া বক্তব্য মনে করিয়ে দিলে তিনি বলেন, দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সবার এগিয়ে আসা উচিত। নইলে শুধু তাঁকে নয়, দেশের সব রাজনীতিককে জনগণ থুতু দেবে।
