দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুর-মাদারগঞ্জ সড়কের দাঁতভাঙ্গা বেইলি ব্রিজ ভেঙ্গে পড়ায় ১৭ নভেম্বর রবিবার ভোর থেকে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জামালপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নূর নবী তরফদার জানান, শনিবার গভীররাতে কক্সবাজার থেকে মাদারগঞ্জগামী একটি লবনভর্তি ট্রাক ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙ্গে ট্রাকসহ নদীতে পড়ে যায়। ফলে ওই সড়কে রবিবার ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অতিরিক্ত ওজনের কারনেই ব্রিজটি ভেঙ্গে পড়েছে বলে জানিয়েছেন ওই নির্বাহী প্রকৌশলী।
দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক আব্দুল মিয়া জানান, ট্রাকটিতে ১৫ টন লবন ছিল। দুর্ঘটনায় তিনি ও তার সহকারী রানা আহত হয়েছেন।
জামালপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নূর নবী তরফদার জানান, ব্রিজটি মেরামত করে জামালপুর-মাদারগঞ্জ সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে অন্তত: ৫ দিন সময় লাগবে।
তিনি জানান, ব্রিজটি ঝুকিপূর্ণ ছিলো, ৫ টনের অধিক মালামাল নিয়ে যানবাহন চলাচলে নিষেধ করে ব্রিজের দুই পাশে সতর্ককরণ সাইনবোর্ড দেয়া আছে।