সোমবার , ১৮ নভেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা শুরু

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৮, ২০১৩ ১২:০৬ অপরাহ্ণ

Pic----Monipuri Rakhal Nach--(1)মো: খালেদ পারভেজ বখশ, মৌলভীবাজার : কার্তিকের পূর্ণিমা তিথিতে কঠোর নিরাপত্তা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রবিবার থেকে শুরু হয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরে মণিপুরী সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় উৎসব মহারাসলীলা। ১৮ নভেম্বর সোমবার ঊষা লগ্নে সূর্যোদয়ের সাথে সাথে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। মণিপুরী সম্প্রদায়ের এ বৃহত্তম উৎসব উপলক্ষে উভয় স্থানে বসেছিল রকমারি আয়োজনে বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দসহ দেশী-বিদেশী পর্যটকের ঢল নেমেছিল।
কমলগঞ্জ উপজেলার মাধবপুর (শিববাজার) জোড়ামন্ডপ প্রাঙ্গনে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা ১শ ৭১তম বার্ষিকী ও রাসোৎসব ২০১৩ উদযাপন পরিষদের উদ্যোগে আদমপুর বাজারে সানা ঠাকুর মন্ডপ প্রাঙ্গনে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের ২৮তম রাস উৎসবে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। মাধবপুর জোড়ামন্ডপ প্রাঙ্গণে রোববার সকাল ১১টা থেকে গোধূলীলগ্ন পর্যন্ত্ম ছিল রাখাল নৃত্য (গোষ্ঠলীলা), সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। রাত ১০ টা থেকে আজ সোমবার ভোর পর্যন্ত্ম শ্রী শ্রী কৃষ্ণের মহারাসলীলানুসরণ।
দামোদর মাস খ্যাত কার্তিক পূর্ণিমা তিথিতে গৌড়িয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান ধর্মীয় মহোৎসব শ্রীশ্রী কৃষ্ণের মহারাসলীলা অনুসরণ উপলÿে মাধবপুর জোড়ামন্ডপে এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক আজিজুর রহমান, জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ, কে, এস মাহবুবুর রহমান, পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মেট্রো নিটিং এন্ড ডাইং, নারায়ণগঞ্জ এর ব্যবস্থাপনা পরিচালক শ্রী অমল পোদ্দার।
অপরদিকে রাসোৎসব ২০১৩ উদযাপন পরিষদের উদ্যোগে আদমপুর বাজারে সানা ঠাকুর মন্ডপ প্রাঙ্গনে মৈতৈ মণিপুরী সম্প্রদায়ের ২৮তম রাস উৎসবে কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ১০ টায় রাখাল নৃত্য, বিকাল ৫টা ১০ মিনিটে আলোচনা সভা ও সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত ১১ টায় রাসনৃত্য। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য এডঃ নওয়াব আলী আব্বাস খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি (ইকো ও প্রজেক্ট) মি. আর মাসাকুই, জেলা প্রশাসক কামরুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ, কে, এস মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্ত্মি চৌধুরী, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো: আশফাকুল হক চৌধুরী, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: শামসুল ইসলাম ও ৭নং আদমপুর ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ ভূঁইয়া।
প্রতি বছরের ন্যায় এবারও জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মাহরাসলীলা উৎসব। মণিপুরী অধ্যূষিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুরে ও মাধবপুরে আশ্বিন মাসের শেষ ভাগেই উৎসবের সাড়া পড়ে যায়। উপজেলার মনিপুরী সম্প্রদায়ের লোকের সঙ্গে অন্য সম্প্রদায়ের লোকেরাও মেতে ওঠে একদিনের এ আনন্দ উৎসবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!