এম. এ করিম মিষ্টার, নীলফামারী : অর্থ পাচার মামলায় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার জৈষ্ঠ পুত্র ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আদালত বেকসুর খালাস দেয়ায় নীলফামারীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জেলা ছাত্রদল। ঢাকার বিশেষ জজ আদালতে মামলার রায় ঘোষণার সংবাদ টেলিভিশনে প্রচারের সাথে সাথে রবিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল শহর প্রদণি শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়। এসময় বক্তৃতা দেন জেলা ছাত্রদলের আহবায়ক মোর্শেদ আজম, যুগ্ন আহবায়ক আব্দুস সালাম বাবলা, হাসানুজ্জামান তৌহিদ, মাসুদ রানা মাসুম, পৌর ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারণ সম্পাদক আরমান হোসেন, সদর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আল নোমান পারভেজ কল্লোল প্রমুখ। এর আগে মিছিল শেষে নেতাকর্মীদেও মাঝে মিষ্টি বিতরন করে ছাত্রদল।
বক্তারা এ আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, ‘দেশের মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট অর্থ পাচার মামলা দিয়েছিল মহাজোটের দালালরা। কিন্ত ন্যায় পথে থাকলে ন্যায় বিচার পাওয়া যায়। বেগম জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের কোন সদস্য কোন দিন দুর্নীতি করেনি। যার প্রমাণ মহাজোট সরকারের দায়ের করা মিথ্যা মামলায় তারেক রহমানের জয়।’