নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : প্রাথমিক শিক্ষায় ঝরেপড়া রোধে নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গত ১৮ই নভেম্বর বেলা ১১ টায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আ.সোবহানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান, ফারহানা খান, কাউন্সিলর জাহেদুল ইসলাম, নুরুন্নাহার মিষ্টি, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহ- সভাপতি আ.বারীক, সাধারণ সম্পাদক নাজমুল হুদা। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রধান শিক্ষক আমজাদ হোসেন। অনুষ্ঠানে মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ট বিদোৎসাহী নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয় এবং ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা প্রদান হয়। অনুষ্ঠান শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।