মনিবুর রহমান চৌধুরী, পত্নীতলা (নওগাঁ) : নওগাঁর পত্নীতলায় বিজিবি-৪৬ এর আয়োজনে রবিবার ক্যাম্প চত্বরে সদরসহ বিওপি হতে বিভিন্ন সময়ে আটককৃত ৬ হাজার ৫শ ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ভারতীয় ৫০ কেজি জিরা ধ্বংস র্কা হয়।
৪৬ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বি.জি.বি) পত্নীতলার অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আনোয়ার হোসেন (পি. এস.সি)’র নেতৃত্বে ওই মাদকদ্রব্য ধ্বংসকালে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত মোঃ রফিক, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁর তত্তবধায়ক শহিদুল মান্নাফ কবীর, পত্নীতলা পুলিশ সার্কেল মোহাম্মদ শাহাজাহান মিঞা, ৪৬ বি.জি.বি’র সুবেদার মেজর আব্দুস সালাম খান, জি.পি.এন.সি.ও ইয়ারুল ইসলাম, ভারপ্রাপ্ত ডিট্যাস কমান্ডার রবিউল ইসলাম, পত্নীতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও বি.জি.বি সদস্যবৃন্দ প্রমূখ।