দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা : বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপর দেওয়া মিথ্যা যড়যন্ত্রমূলক মামলার রায় গতকাল প্রকাশিত হওয়ার পর দুর্গাপুর উপজেলা বিএনপির উদ্যোগে শুকরিয়া আদায় অনুষ্টান দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়। উপজেলা বিএনপি সভাপতি ইমাম হামান আবুচানের সভাপতিত্বে শুকরিয়া আদায় অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান,কুকু এবং বেগম খালেদা জিয়ার রাজনীতির মেরুদন্ড ভেঙ্গে দেওয়ার উদ্দেশ্যে আওয়ামী সরকার তারেক রহমান এবং কুকুর বিরোদ্ধে একের পর এক মিথ্যা,যড়যন্ত্রমূলক,রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলাদিয়ে অহেতুক হয়রানীর চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও কুকুর বিরোদ্ধে দেওয়া সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানা বক্তারা।
সভায় বক্তব্যদেন সূরঞ্জিত পন্ডিত পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ফজলুর রহমান রুনু, পৌরযুব দলের আহব্বায়ক হারেজ গণি,আনোয়ার হোসেন আসাদ,নূরু উদ্দিন সম্্রাট,রিয়াজুল, পাহাড়ী বাবুল,মোহম্মদ আলী,মঞ্জুরুল হক,রিদয়,বিল্লাল,ফরিদ,জালাল মেম্বার,মোহাম্মদ আলী,আঃ আওয়াল, বিদ্যুৎ সরকার, বাবুল মোড়ল, অসিম কুমার সাহা, মজিবুর রহমান, বিন্নামিন আরেং প্রমুখ। সভাশেষে দলীয় নেতা কর্মী ও সাধারণ ব্যক্তিদের মাঝে মিষ্টি বিতরণের মাধ্যমে শুকরিয়া আদায় করা হয়।