দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় কাপড় উদ্ধার ও ৪ জনকে আটক করেছে পুলিশ। ১৬ নভেম্বর শনিবার গভীররাতে ‘কুমিল্লা-সিলেট’ মহাসড়কের পান্নারপুল এলাকায় টহলকালে সন্দেহভাজন একটি পিকাপভ্যান থেকে ওই ভারতীয় কাপড় উদ্ধার করা হয়।
জানা যায়, থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্ কামাল আকন্দ, মোঃ সাইদুর রহমান, গোলাম জিলানীর নেতৃত্বে পুলিশের একটি টহলদল ‘কুমিল্লা-সিলেট’ মহাসড়কের পান্নারপুল এলাকা থেকে সন্দেহভাজন একটি পিকাপভ্যান গতিরোধ করে। পিকাপ ভ্যানে তল্লাসী চালিয়ে ভাঙ্গারী মালের আড়ালে রক্ষিত বিপুল পরিমান ভারতীয় কাপড় উদ্ধার করে। উদ্ধারকৃত কাপড়ের মধ্যে ৪শ ৫০টি শাড়ী ও ৮৭টি থ্রীপিসহ ৫শ ৩৭পিস কাপড় উদ্ধার করে। এসময় পুলিশ ভারতীয় কাপড় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা কোতয়ালী থানার চকবাজার এলাকার মৃতঃ মান্নানের ছেলে হানিফ সঙ্কেত(২৬), মুরাদনগর থানার গকুলনগর গ্রামের জয়নাল মিয়ার ছেলে মোঃ নাজিম(২৯) ও খোয়াদীচর গ্রামের মোঃ বদু শেখের ছেলে জালাল শেখ(৩২) এবং জামালপুর জেলার বকশীগঞ্জ থানার ফকিরপাড়া গ্রামের হযরত আলীর ছেলে মোঃ হানিফ(৩০) কে আটক করে ও মালবাহী পিকআপ ভ্যানটিও উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ওই ঘটনায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম জিলানী বাদী হয়ে ভারতীয় অবৈধ কাপড় পাচারের সাথে জড়িত আটক চারজনসহ ৮জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
