এম. এ করিম মিষ্টার, নীলফামারী : উত্তর জনপদের প্রাচীন ও ঐতিহ্যবাহী সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নির্বাচন আগামি ২৯ নভেম্বর নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হবে। মোট ১৮টি পদের মধ্যে সভাপতি পদে সাবেক সাংসদ ও পৌর মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার, সমাজ ও সাহিত্য সম্পাদক পদে আকমল সরকার রাজু ও অভ্যন্তরীণ হিসাব পরীক্ষক পদে গজেন চন্দ্র রায় ইতোমধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। বর্তমানে ১৫টি পদে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতার জন্য মাঠে নেমেছেন। এরা হচ্ছেন সাধারণ সম্পাদক পদে সাংবাদিক আমিনুল হক, কামরুল হাসান, সহ-সভাপতি পদে প্রবীন সদস্য শমসের আলী বসুনিয়া ও শাহজাহান সরকার বাবুল, সহ-সাধারণ সম্পাদক পদে আজমল সরকার ও শেখ রোবায়তুর রহমান, কোষাধ্যক্ষ পদে বদিউজ্জামান বদিয়ার ও আখতার হোসেন মৃধা, সঙ্গীত সম্পাদক পদে সাংবাদিক সাকির হোসেন বাদল ও শাহজাহান আলী, দপ্তর সম্পাদক পদে শাহ হামিদুল ইসলাম ও স্বপন কুমার গুহ, নাট্য সম্পাদক পদে গোলাম মোস্তফা মহব্বত ও মীর সরওয়ার আলী মুকুল, পাঠাগার সম্পাদক পদে সিরাজুল হক চন্দন ও নকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে আখতার হোসেন খান, ওয়াজেরুল ইসলাম ও নজরুল ইসলাম সরকার, মহিলা সম্পাদক পদে ওয়াজেদা ইসলাম চুনি ও নার্গিস বেগম এবং কার্যকরী সদস্য পদে অধ্যক্ষ আফসার জোসেন মিয়া, ডা. নূরুল ইসলাম, আলহাজ্ব বখতিয়ার কবির, আব্দুল লতিফ, মারুফ শেখ, আব্দুর রাজ্জাক, নূরুজ্জামান জোয়ার্দার, আফম জাহাঙ্গীর, মোমিনুল ইসলাম মুকুল ও অধ্যক্ষ আমিনুর রহমান। সংসদের ১১৮ জন ভোটার ভোটের মাধ্যমে আগামি ২ বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করবেন বলে জানা গেছে।