মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ছাত্র ভর্তি বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ মাদ্রাসা ছাত্র কল্যান পরিষদ। ১৭ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনা চত্বর থেকে শুরু হয়ে এম সাইফুর রহমান রোডে গিয়ে শেষ হয়।
পরে সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র কল্যান পরিষদের শহর আহবায়ক আবু নুমান মুবিন, যুগ্ন আহবায়ক নূরুল আলম খাঁন, এমদাদুল হক, ফুয়াদ হাসান প্রমুখ।