শ্যামলবাংলা ডেস্ক : অবৈধভাবে বিদেশে অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে ৭ বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদন্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. মোতাহার হোসেন ১৭ নভেম্বর রবিবার ওই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণাকে কেন্দ্র করে পূর্ব হতেই আদালতের চারপাশে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে আদালত প্রাঙ্গণে সিসি ক্যামেরা ও আর্চওয়ে বসানো হয়। সবাইকে তল্লাশি করে আদালতের ভেতরে ঢুকানো হয়। সকাল ১০টার দিকে পুলিশ গিয়াস উদ্দিন আল মামুনকে আদালতে হাজির করে। দুপুর ১২টার দিকে রায় ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় আসামিদের বিরুদ্ধে ওই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৬ জুলাই তারেক রহমান ও মামুনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে অভিযোগ গঠন করা হয়। গিয়াস উদ্দিন আল মামুন ২০০৭ সাল থেকেই বিভিন্ন মামলায় কারাবন্দী রয়েছেন।
