ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : প্রেমিকের ছুরিকাঘাতে আহত এক কলেজ ছাত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কামনার বাসনা চরিতার্থ করতে ব্যর্থ হয়ে পাষন্ড লম্পট প্রেমিক ধারালো ছুরির আঘাতে তার গলায় ফেস দিয়ে রক্তাক্ত করেছে। নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের ওই কলেজছাত্রী এখন সেই রক্তাক্ত ক্ষত নিয়ে যন্ত্রণায় ছটফট করছে।
জানা যায়, নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ও পাচকাহনীয়া কারিগরি কলেজের প্রথম বর্ষের ছাত্রী (১৭)কে বেশ কিছুদিন যাবত প্রেম নিবেদনসহ ফুসলিয়ে আসছিল একই গ্রামের কৃষক মোফাজ্জলের পুত্র জাহিদুল ইসলাম (২০)। এক পর্যায়ে বিয়ের প্রলোভনে ওই কলেজছাত্রীকে ১৫ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় এলাকা থেকে অন্যত্র নিয়ে লম্পট জাহিদুল শ্লীলতাহানির চেষ্টা চালায়। এতে কামনার বাসনা চরিতার্থ করতে ব্যর্থ হয়ে পাষন্ড লম্পট প্রেমিক ধারালো ছুরির আঘাতে কলেজছাত্রীর গলায় ফেস দিয়ে রক্তাক্ত করে। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ঘটনার ৩ দিন পরও থানায় কোন মামলা হয়নি। অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দিতে অপতৎপরতা শুরু করেছে।
