বেতাগী(বরগুনা) সংবাদদাতা : বরগুনা জেলার তালতলী ও বামনায় প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমনের সংবাদে আনন্দের বন্যা বইছে।আর বেতাগীতে তার সফরসুচি না থাকায় হতাশা ও দুঃখের সাগরে ভাসছে উপজেলাবাসী।বিরাজ করছে ক্ষোভ ও দুঃখের ছায়া।আগামী ১৯ নম্ভেবর প্রধান মন্ত্রী বামনা ও তালতলী উপজেলায় সফরে আসবেন।
উপ-নির্বাচন পরবর্তী নানাবিধ, দাবী আর প্রত্যাশায় বুক বেঁধে ছিল এখানকার বিভিন্ন পেশার মানুষ। নবনির্বাচিত সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের নির্বাচনী প্রতিশ্র“তিও ছিল প্রধান মন্ত্রীর সফর নিশ্চিত করন।কিন্তু সে আশায় আজ গুড়ে বালি। এলাকাবাসীর এ দাবি নিয়ে ঘুরে বেড়ানো হয়েছিল অবহেলিত এ জনপদের বিভিন্ন এলাকা।স্থানীয়রা বলেন,এমপির কাছে এখানকার মানুষের সর্বাগ্রে দাবি, প্রত্যাশা ছিল প্রধান মন্ত্রী শেখ হাসিনার সফর।এ প্রেক্ষাপটে তিনি এলাকাবাসীকে নিরাশ করবেননা এমনটাই মনে করছিলেন।তবে সে প্রতিশ্র“তি রক্ষা হলোনা। উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী নফিছুর রহমান বলেন,প্রধানমন্ত্রী এখানে আসবেন না শুনে আমরা দুঃখ ও কষ্ট পেয়েছি।
এ দিকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার আগমনে তালতলী ও বামনাবাসী সেজেছে বর্ণিল সাজে।তার আগমন উপলক্ষে দু‘টি উপজেলায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।সব সরকারি-বেসরকারি অফিস,আদালত,শিক্ষা প্রতিষ্ঠানসহ সভা স্থলের আশপাশে বাসা বাড়িতে নতুন করে রংঙ,বার্ণিশ লাগিয়ে পরিস্কার- পরিচ্ছন্ন পরিবেশের সৃষ্টি করা হয়েছে।অভিন্দন জানাতে প্রায় শতাধিক তোরন নির্মানসহ রঙ-বেরঙের ফেষ্টুন ও ব্যানারে ছেয়েগেছে এলাকা।বরগুনা-২আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন বলেন,সরকারের চার বছরে বিভিন্ন রাস্তাপাকা করন,ব্রিজ-কালভার্ট,শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মান সহ বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট কাজ চলমান রয়েছে ।এ সময় তিনি এসব প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিক ঘোষনা দিবেন। বামনার জনসভা স্থলে কমপক্ষে দুই লক্ষাধিক লোকের সমাবেশ ঘটাতে ব্যাপক প্রস্ততি রয়েছে বলে সেখানকার কৃতি সস্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অর্থ সম্পাদক সুভাষ চন্দ্র হাওলাদার ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ জানিয়েছেন।