পিরোজপুর প্রতিনিধি : মানি লন্ডারিং মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মামলা থেকে খালাস রায় ঘোষনার পরপরই পিরোজপুর জেলা বিএনপির কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করে শহর প্রদিক্ষন করে। জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল ও সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিলে অংশ গ্রহনে করেন, যুগ্ম সাধারন সম্পাদক শেখ শহীদুল্লাহ শহীদ, সহ-সাধারন সম্পাদক মির্জা জহুরুল হক, যুবদল কো-কনভেনর মিজানুর রহমান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক হাসানুল কবির লীন, জেলা মৎস্যজীবী দল আহবায়ক তরিকুল ইসলাম নজীবুল প্রমুখ।
মিছিল শেষে দলীয় কার্যালয়ের সমনে জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন নেতা-কর্মী ও জন সাধারনের মাঝে মিষ্টি বিতরন করেন।
