ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : নকলা উপজেলার তারাকান্দি ভোগাই নদীর উপর ১শ ১মিটার রাবার ড্যাম ও ১শ ৫ মিটার একটি ব্রীজ নির্মিত হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ১৩ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে প্রকল্প দু’টি বাস্তবায়ন করছে। এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শরিফ হোসেন জানান, ইতোমধ্যে প্রকল্প দু’টির প্রায় ২৫ ভাগ নির্মাণকাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ জানুয়ারী মাস নাগাদ শেষ হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প দু’টি বাস্তবায়িত হলে ৫ হাজার হেক্টর জমি কৃষি আবাদের ক্ষেত্রে সেচ সুবিধার আওতায় আসবে।