শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির উপর উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১৬, ২০১৩ ৩:০২ অপরাহ্ণ

Sherpur-1বিশেষ প্রতিনিধি : জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে কৃষি যান্ত্রিকীকরণ অপরিহার্য। সাম্প্রতিককালে শ্রমিকের স্বল্পতা, মজুরী বৃদ্ধি এবং শিক্ষার হার বৃদ্ধির কারণে যন্ত্রের প্রতি কৃষকদের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। তাই বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনা করে বিভিন্ন ফসলের জন্য লাগসই কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ধাম, গম, ভুট্টা সহ ডাল ও সব্জী চাষের জন্য বিভিন্ন প্রকার লাঙ্গল, বীজ বপন যন্ত্র, নিড়ান, শস্য কর্তন যন্ত্র, শস্য মাড়াই ও ঘারাই যন্ত্র, আলু বপন ও উত্তোলন যন্ত্রের উপযুক্ততা প্রমাণিত হয়েছে। জমি কর্ষণ থেকে শুরু করে শস্য সংরক্ষণ পর্যন্ত বারি ও ব্রি উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের মাঠে প্রদর্শণীর মাধ্যমে যত্রের কার্যকরিতা সম্পর্কে ব্যবহারিক জ্ঞান প্রদানের মাধ্যমে শস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শেরপুরে কৃষি যন্ত্রপাতির ওপর উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
১৬ নভেম্বর শনিবার শেরপুর খামারবাড়ী মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কৃষি যন্ত্রপাতি প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরের ফার্ম মেশিনারিজ এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনীয়ারিং বিভাগ ওই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণের উদ্বোধন করেন খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ। এতে শস্য উৎপাদন বিশেষজ্ঞ বিলাস চন্দ্র পালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফার্ম মেশিনারিজ এন্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনীয়ারিং বিভাগের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নূরুল আমিন, বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুর রহমান প্রমুখ।
এ প্রশিক্ষণে শ্রীবরদী ও নকলা উপজেলার ২২ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!