স্টাফ রিপোর্টার : গণবিরোধী হরতালের নামে বিরোধী দলের সন্ত্রাস-নৈরাজ্য ও হরতালের প্রতিবাদসহ সাংবিধানিকভাবে সুষ্ঠু নির্বাচনের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহাজোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
১৬ নভেম্বর শনিবার বিকেলে জেলা জাসদের ব্যানারে বের হওয়া বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের অফিস গেইট সংলগ্ন মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা আবুল হোসেন আবু, বিপ্লব দে লব, ডা. মোশারফ হোসেন, আসাদুজ্জামান লায়ন, টোকন সাহা, জিয়াউর হক জুয়েল, আকরাম হোসেন, সামিদুল হক প্রমুখ।