রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পূর্বশত্রুতার জের ধরে এক অসহায় দরিদ্রের জমির কাঁচা ধান রাতের অন্ধকারে কেটে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সুত্রে জানাগেছে, উপজেলার শিয়ালা গ্রামের মৃত সাহেব আলীর ছেলে চাঁন মিয়া একই গ্রামের লোকজনের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার ভোর রাতে চাঁনমিয়ার প্রায় সাড়ে ১২ শতক জমির লাগানো কাঁচা ধানের শীষ কর্তন করে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা।
এব্যাপারে ওসি আব্দুলাহ আল মাসউদ চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।