রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকান্ডে ৪টি বসতঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। ১৬ নভেম্বর শনিবার সন্ধ্যায় উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র খিতাবখাঁ গ্রামের আব্দুস সালামের বসতবাড়িতে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় গৃহকর্তা আব্দুস সালামের রান্না ঘরের চুলা থেকে ওই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকান্ডে দু’টি ছাগল, ধান-চাল, আলু বীজ, নগদ অর্থ, আসবাবপত্রসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। সবকিছু হারিয়ে আব্দুস সালাম ও তার পরিবারের লোকজন হতভম্ব হয়ে পড়েছে।