ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গিরে ব্যাপক গণসংযোগ ও সভা করছেন জাকের পার্টির ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সম্ভাব্য প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক। ১৫ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার সাতুরিয়ায় সভার আয়োজন করা হয়। সভায় ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. ইব্রাহিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন মোফাজ্জেল হোসেন খান, আলকাস হোসেন ও জাকের পার্টি উপজেলা সম্পাদক মাইনুল হোসেন মনির প্রমুখ।
অনুষ্ঠানে স্থানীয় সুশিল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলার বিভিন্ন স্থানের জাকেরান ও মুরিদানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এ ছাড়াও তিনি উপজেলার গালুয়া, মঠবাড়ি, শুক্তাগড়, বড়ইয়া ও সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে সভা ও গণসংযোগ করেছেন।