ads

শনিবার , ১৬ নভেম্বর ২০১৩ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাদারগঞ্জে হুইপ মির্জা আজম এমপিকে সংবর্ধনা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০১৩ ১০:০৮ অপরাহ্ণ

Jamalpur 16-11-13দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ব্যাপক উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ১৬ নভেম্বর শনিবার মাদারগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল।
সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ মির্জা আজম বলেন, অওয়ামী লীগ ও বিএনপির নেতারা আমাকে সংবর্ধনা দেওয়ায় বুঝতে পারছি আমি সঠিক পথে আছি। ইতোপূর্বে মাদারগঞ্জ পৌর মেয়র ও বিএনপি দলীয় নেতা মোশাররফ হোসেন তালুকদার লেমন ও মেলান্দহ পৌর মেয়র ও পৌর বিএনপির সভাপতি হাজী দিদার পাশা আমাকে সংবর্ধনা দিয়েছে। বাংলাদেশের জন্য এটা বিরল ঘটনা। কারণ বাংলাদেশের অধিকাংশ নির্বাচনী এলাকাতেই ইউপি চেয়ারম্যানে ও উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে এমপিদের বিরোধ লেগে আছে।  আমি দলীয় বিবেচনার উর্দ্ধে উঠে এলাকার উন্নয়ন করেছি। কারণ মাদারগঞ্জ ও মেলান্দহ পৌরবাসী আমাকে ভোট দেয়। তিনি বলেন ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দলীয়করণের কারণে মানুষ শান্তিতে ছিল না; কারও মনে সুখ ছিলনা। ওই সময় মেলান্দহের মানুষ চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ ছিল। তিনি বলেন, আমার দলেও চাঁদাবাজ আছে। কিন্তু আমি তাদের লাগাম ধরে রেখেছিলাম। মির্জা আজম উপজেলা পরিষদ এলাকায় নব নির্মিত মাল্টিপারপাস হলরুমের কথা উল্লেখ করে বলেন, বৃহত্তর ময়মনসিংহ জেলার কোন উপজেলায় এ ধরণের অডিটোরিয়াম নেই। তিনি এমপি হওয়ার আগে মাদারগঞ্জের অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, রাস্তা-ঘাট না থাকায় ৭১-এ পাক হানাদার বাহিনী মাদারগঞ্জে আসার সাহস পেতো না। আর এখন মাদারগঞ্জ থেকে যেদিকে ইচ্ছে, সেদিকে খুব সহজেই যাওয়া যায়। মাদারগঞ্জে ১১টি কলেজ প্রতিষ্ঠাসহ মেলান্দহে ফিসারিজ কলেজে প্রতিষ্ঠার কথা উল্লেখ করে মির্জা আজম বলেন, জামালপুরে একটি পুর্ণাঙ্গ বেসরকারী বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে তিনি অনুমতি নিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে মাদারগঞ্জ সারিয়াকান্দি রেল ব্রিজ স্থাপনের সম্ভাবনাও আছে। তিনি উপস্থিত বিভিন্ন স্তরের লোকজনের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের জন্য যা করেছি আপনারা আমার জন্য তার চেয়ে অনেক বেশী করেছেন। তিনি অতিতের কথা স্মরণ করে বলেন, প্রথম নির্বাচনের জয়ী হওয়ার পর জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন, যদি তুমি তোমার ভোটারদের মনিব মনে করতে পার, তাহলে তুমি বারবার নির্বাচিত হবে। তাই আমি আপনাদেরকে মনিব মনে করি; নিজেকে আপনাদের চাকর মনে করি। আমি সাধ্যমত আপনাদের কাজ করার চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তারপরও মানুষ হিসেবে আমার কিছু ভুল হয়ে থাকতে পারে, আমি হয়তো অনেকের কাজ করতে পারি নি। কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি হয়তো মনিবদের কাজ করতে পেরেছি। আজকের মত শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ঐক্যবদ্ধ থাকলে আপনাদেরকে কেউ হারাতে পারবে না। মির্জা আজম বলেন, আমার আগে বফাত উদ্দিন তালুকদার, করিমুজ্জামান তালুকদারসহ ৮জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাদের কোন স্মৃতিচিহ্ন নেই। আমি নির্বাচিত হওয়ার পর পূর্বের এমপিদের বাড়ি পর্যন্ত রাস্তা পাকা করে দিয়েছি। তাদের নামে শিক্ষা প্রতিষ্ঠান করেছি। ওইসব প্রতিষ্ঠানের জন্য তারা হাজার বছর স্মরণীয় হয়ে থাকবেন। তিনি বলেন, আগামী নির্বাচন স্বাধীনতার পক্ষের ও স্বাধীনতার বিপক্ষের শক্তির নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে বিএনপি নয়; জয়ী হবে জামায়াত আর তেতুল হুজুররা, যারা গার্মেন্টস কর্মীরা জেনা করে টাকা রোজগার করে বলে প্রচার করে। তারা ট্রাইব্যুনাল গঠন করে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহন করার জন্য মুক্তিযোদ্ধাদের হত্যা করবে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবে। তাই কোন অবস্থাতেই আওয়ামী লীগকে পরাজিত হওয়া যাবেনা।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম মিরন, মহিলা ভাইস চেয়ারম্যান সামসাদ আরা রেবা, চরপাকেরদহ ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহ মোহাম্মদ মজনু, করইচুড়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা মোখলেছুর রহমান মুক্তা, গুনারীতলা ইউপি চেয়ারম্যান ও আ’লীগের সাংগঠনিক সম্পাদক জায়নাল আবেদনী আয়না, বালিজুড়ী ইউপি চেয়ারম্যান  ও বিএনপি নেতা মুঞ্জুরুল ইসলাম মুসা, আদারভিটা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আলাতাফুর রহমান আতা, সিধুলী ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম বাদল ভূইয়া, । আ’লীগ জামালপুর জেলা কমিটির সদস্য মির্জা গোলাম কিবরিয়া কবির, মাদারগঞ্জ উপজেলা সহসভাপতি অরুণ কুমার সাহা, পৌর কাউন্সিলর শওকত আলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এটিএম মতিউর রহমান, নুরুন্নাহার মির্জা কাসেম কলেজের প্রভাষক শফিকুল ইসলাম, মির্জা আজম কলেজের অধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান, মির্জা কাসেম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ গোলাম রব্বানী, বালিজুড়ী এফএম উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু বিএসসি, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের ব্যক্তিগত সহকারী শাহ্ জামাল। অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সামসাদ আরা রেবা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!