ইয়ানুর রহমান, যশোর : নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের অভিযোগে যশোরে ৮টি বোমাসহ বিএনপির ৬ কর্মীকে আটক করেছে পুলিশ। ১৬ নভেম্বর শনিবার বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন স্টেডিয়াম পাড়ার সিরাজুল (২৫), রেল গেট এলাকার রিপন (২৩), বেজ পাড়ার সুমন (২০), ভাতুড়িয়া গ্রামের শুকুর আলী (২৮), আব্দুর রাজ্জাক (২৫) ও রায়পাড়ার আব্দুল হক (২০)।
পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে শনিবার দীর্ঘ অভিযান চালিয়ে ওই ৬ বিএনপি কর্মীকে আটক করা হয়। যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বোমা উদ্ধার ও বিএনপি কর্মী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।