দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দেবিদ্বারে বিএনপির সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সী গ্রুপ এবং বিএনপি কেন্দ্রীয় মনিটরিং সেলের সদস্য এবং কেন্দ্রীয় মৎস জীবী দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান গ্রুপ মূন্সী ও খান গ্রুপের সংঘর্ষে অন্তত: ১০ নেতা-কর্মী আহত হয়েছেন। মারাত্মক আহত খান গ্রুপের বিএনপি দেবিদ্বার উপজেলা কমিটির সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ও যুবদল কুমিল্লা উত্তর জেলা কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিমকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েচিকিৎসা সেবা দেয়া হয়। ওই ঘটনায় খান গ্রুপের আহত মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মূন্সী গ্রুপের ২৭ নেতা-কর্মীর বিরুদ্ধে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন।
জানা যায়, বিএনপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিক্ষোভ মিছিল সফল করতে বিএনপি নেতা আলহাজ্ব আব্দুল আউয়াল খান শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকার দলীয় নেতা-কর্মীদের সাথে গণসংযোগ করেন। সন্ধ্যার পর তার দেবিদ্বার সদরের শান্তিরোডের ভাড়াবাসায় স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। ওইসময় সংবাদ আসে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মূন্সীর সমর্থিত ১৫/২০ জন রড, রাম দা, ছেনি, চাইনিজ কুড়াল, লাঠিসহ দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে শান্তিরোডে সমবেত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ তাদের ধাওয়া করে তাড়িয়ে দেয়। পরবর্তীতে আবারও মুন্সী গ্রুপের ওপর অতর্কিত হামলা চালালে রফিকুল ইসলামসহ অন্তত: ১০ নেতা-কর্মী আহত হয়। হামলাকারীরা তাদের কয়েক জনের মোবাইল সেট ও টাকা-পয়সা ছিনতাই করে নিয়ে যায়। হামলাকারীরা যুবদল কুমিল্লা উত্তর জেলা কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিমকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাদের ধাওয়া খেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এব্যাপারে বিএনপি নেতা আব্দুল আউয়াল খান বলেন, সেই সন্ত্রাসী বাহিনী এখনও তাদের পূর্বের অবস্থান থেকে বেড়িয়ে আসতে পারেনি। আমি আমার সমর্থকদের নিয়ে বিএনপি কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে শনিবারের বিক্ষোভ মিছিল কর্মসূচী সফল করতে মিটিং করছিলাম। সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন নেতাকে মারাত্মক জখম ও আহত করে।
