চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লাগ্রামে ধানকাটা নিয়ে বিরোধের জের ধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধ সার্থক মন্ডল (৮২)। ১৬ নভেম্বর শনিবার সকালে স্থানীয় একটি চায়ের দোকানে ওই ঘটনা ঘটে। একই গ্রামের শহিদুল ও নজরুলের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে শহিদুলের এক চড়ে বৃদ্ধ সার্থক মন্ডল মারা যায়।
জানা যায়, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুর কুল্লাগ্রামের মৃত ফকির চাঁদ মন্ডলের ছেলে সার্থক মন্ডল শনিবার ভোরে মসজিদে ফজরের নামাজ পড়ে সকাল সাড়ে ৬ টার দিকে গ্রামের একটি চা’য়ের দোকানে চা’খেতে বসে। এসময় প্রতিবেশী রবজেলের ছেলে নজরুল ইসলাম ওরফে নজু ও আজিজুল ইসলামের ছেলে শহিদুল সেখানে চা খেতে যায়। তারা চায়ের দোকানে সার্থক মন্ডলকে দেখে জমির ধান কাটা নিয়ে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এরই এক পর্য়ায়ে শহিদুল বৃদ্ধ সার্থককের গালে সজোরে একটি চড় মারলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে দ্রুত কার্পাসডাঙ্গার একটি প্রাইভেট ক্লিনিকে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।