মোঃ আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা অর্থ পাচারের মামলায় সাজা প্রদান করা হলে তাৎক্ষনিকভাবে অনির্দিষ্টকালের হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা করবে বগুড়ার গাবতলী বিএনপিসহ ১৮ দলীয় জোট। ১৬ নভেম্বর শনিবার কেন্দ্রীয় বিএনপির শীর্ষ নেতাদের রিমান্ডের প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৮ দল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা থেকে ওই ঘোষনা দেওয়া হয়।
থানা বিএনপির সভাপতি সংগ্রাম কমিটির আহবায়ক আমিনুর রহমান তালুকদারে সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় বিএনপির ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক সাবেক এমপি হেলালুজাজামান তালুকদার লালু, সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক উপজেলা জামায়াতের আমীর মাও. মাকসুদুর রহমান, পৌর মেয়র মোরশেদ মিলটন, আব্দুল মজিদ, এনামুল হক নতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক বিএনপিনেতা লতিফুল বারী টয়েল, ডা. জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম মোস্তফা মিঠু, সাধারন সম্পাদক সাগর, পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল¬াহ, জিয়া পরিষদনেতা অধ্যাপক নজমুল হোসেন, পৌর মৎস্যজীবি দলের সভাপতি ওমর ফারুক প্রমুখ।
অপরদিকে পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। পৌর বিএনপির সভাপতি ডা. ছাবেদ আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবু জাফর মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান ও বিএনপিনেতা সাজেদুর রহমান মোহন প্রমুখ।
