ঝালকাঠি সংবাদদাতাঃ- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক আইন প্রতিমন্ত্রী ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি ব্যারিষ্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে বিকেলে শহরের কলেজ মোড় এলাকায় বিক্ষোভ মিছিলের সময় পুলিশ আটক করে। এঘটনায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পরলে পুলিশের সংঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বিএনপির ১০ জন নেতাকর্মি আহত হয়। শীর্ষ নেতাদের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা শান্ত হয়। প্রায় এক ঘন্টা পরে আটক ব্যারিষ্টার শাহজাহান ওমরকে পুলিশ গাড়িযোগে বরিশালে নিয়ে ছেড়ে দেয়। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংখায় শাহজাহান ওমরকে নিরাপদে বরিশাল পৌছে দেয়া হয়েছে। অপর দিকে কাঠালিয়ায় পুলিশের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।