নীলফামারী প্রতিনিধি : জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের বাসভবনে বোমা, গুলি নিক্ষেপসহ মিথ্যা মামলা দায়ের ও সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সফু এবং সাংগঠনিক সম্পাদক শফিকুল বারী বাবুসহ কেন্দ্রীয় নেতাদের নি:র্শত মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ১৫ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মশগুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ প্রমুখ। বক্তারা অবিলম্বে দলের কেন্দ্রীয় নেতাসহ সকল নেতাদের বিরুদ্ধে সরকারের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃর্শতে মুক্তি দেয়ার দাবি জানান।
সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জয়নুল আবেদীনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহবায়ক আজহার আলী, তৈমুর ইসলাম, ১৫নং ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম বাবু, রনি বিশ্বাস, রাব্বি প্রমুখ।
