মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মুক্তিযুদ্ধের ১১নং সেক্টর কমান্ডার, সিপাহী জনতার গণঅভ্যুত্থানের মহানায়ক বীর উত্তম কর্নেল আবু তাহেরের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, র্যালি, পথসভা অনুষ্টিত হয়। ১৪ নভেম্বর বৃহস্পতিবার উত্তরবাজারস্থ ছামী ইয়ামী রেস্টুরেন্ট চত্বরে আলোচনা সভা শেষে একটি বিশাল র্যালি কুলাউড়া শহর প্রদক্ষিণ করে চৌমূহনী চত্বরে পথসভায় মিলিত হয়।
ওই পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দিন বাবেল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন খান। মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মুহিত সুমন, উপজেলা ছাত্রলীগের সদস্য বদরুল ইসলাম হেলাল, পৌর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবীর খান (রাজিব), সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবেল, কাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আহমদ, যুগ্ম আহবায়ক আতিকুর রহমান সুলতান, কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছমির আহমদ, জামাল আহমদ, সদস্য সঞ্জয়, ইমন, সুবেল, যুব, পৌর ছাত্রলীগের সদস্য সুমন, রুবেল, ইমন, রাজু, ফেরদাউস প্রমুখ।
