মৌলভীবাজার প্রতিনিধি : “মাদকমুক্ত গ্রাম গড়ি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে মৈতৈ মণিপুরীদের আয়োজনে পুথি পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নীঙোলপালী উৎসব উদযাপন করা হয়। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান শেষে গত শুক্রবার (১৫ নভেম্বর) রাত ৮টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামে উন্মুক্ত মাঠে নীঙোলপালী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নীঙোলপালী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক স্থানীয় ইউপি সদস্য কে, মনিন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে ও সুর চন্দ্র সিংহের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক-গবেষক ও চাউবা মেমোরিয়াল ইন্টেল্যাকচুয়াল প্রপার্টি মিউজিয়াম এর সাধারণ সম্পাদক এইচ তনু বাবু, মণিপুরী ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক এইচ শ্যামল সিংহ, সাংবাদিক বিশ্বজিৎ রায়, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মনিপুরী শিক্ষার্থী সুরঞ্জনা সিন্হা। আলোচনা সভার পূর্বে খোংজাম (গীতিকাব্য) পরিবেশন করেন হামোম অজিত সিংহ।
উলে¬খ্য, মনিপুরী অর্থাৎ মীতৈগা ১৭২৭ খ্রিষ্টাব্দে হিন্দু ধর্মে দীক্ষিত হলে পরবর্তী সালে “মেরা” বা কার্তিক মাসে প্রতি বছর মহাভারত, রামায়ণ পাঠ ও শ্রবণ করেন। মণিপুরীদের বিশ্বাস মেরা বা কার্তিক মাস অশুভ মাস। এই অশুভ থেকে উত্তোরনের জন্য গ্রাম পঞ্চায়েত এ মাসে পুথি পাঠের ও শ্রবণের সুব্যবস্থা করেন। উল্লেখ আবশ্যক যে, গ্রামের যুবতীগণ বয়স্কদের অনুমতি সাপেক্ষে এ মাসে একটি নির্ধারিত তিথিতে পুথি পাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বর্তমানে এর সাথে আলোচনা সভাও সংযোজন করতে দেখা গেছে।
