শ্যামলবাংলা ডেস্ক : ১৫ নভেম্বর শুক্রবার মুক্তি পাচ্ছে রাজু চৌধুরী পরিচালিত রোমান্টিক ছবি ইঞ্চি ইঞ্চি প্রেম। সারা দেশের প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে একযোগে চলবে ছবিটি।
তিতাস কথাচিত্রের প্রযোজনায় ছবিটির মূল চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী, ববি, সাথী, শ্রাবণ, আফজাল শরীফ, রীনা খান, সোহেল খান প্রমুখ। ইঞ্চি ইঞ্চি প্রেম ছবির গানগুলো লিখেছেন দ্বীপ। সংগীত পরিচালনা করেছেন আহমেদ হুমায়ুন। কণ্ঠশিল্পীরা হচ্ছেন কনা, মীম, আহমেদ হুমায়ুন, রূপম, প্রতীক হাসান ও রমা।