দৌলতখান (ভোলা) সংবাদদাতা: দৌলতখানে কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে চোরাই পণ্য পাচারে ব্যবহৃত একটি ট্রলার আটক করেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতখানের থানা সংলগ্ন পাতার খাল মাছ ঘাট এলাকা থেকে ট্রলারটি আটক করা হয় ।
কোস্টগার্ড জানায়, চোরাই তেল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয় । তবে ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই প্রায় অর্ধশতাধিক বেরেল তেল দ্রুত সরিয়ে ফেললেও তারা ট্রলারটি সরাতে পারেনি । কোষ্টগার্ড এসে ট্রলারটি আটক করে থানায় সোপার্দ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায় গত দুদিনে প্রায় শতাধিক বেরেল ডিজেল চোরাকারবারীরা চট্রগ্রাম-ঢাকাগামী তেলের ট্যাংকার থেকে নামিয়ে পাচার করেছে। এসব পাচারকারী তেল বিভিন্ন গুদামে মজুদ রেখে তারপর তা স্থানীয় ও জেলার বিভিন্ন বাজারে ট্রাক, নছিমন, পিকআপ, ভ্যান যোগে পাচার করে।