দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুর সদর উপজেলার নরুন্দিতে বহ্মপুত্র নদ থেকে বৃহস্পতিবার বিকেলে এক পাট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওই ব্যবসায়ীর নাম কামরুল চৌধুরী জুয়েল (৪০) সে জেলার মেলান্দহ উপজেলার জালালপুর গ্রামের মৃত আব্দুর রউফ চৌধুরীর ছেলে। জুয়েল তার শ্বশুর বাড়ি নরুন্দি এলাকায় থেকে ব্যবসা করত।
স্থানীয় সূত্র জানায়, কামরুল চৌধুরী জুয়েল গত বুধবার রাতে বাড়ি ফিরে না আসায় সকাল থেকে তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে। পরে বৃহস্পতিবার বিকেলে নরুন্দি ব্রহ্মপুত্র নদে জুয়েলের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নরুন্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন খান আলমসহ স্থানীয়দের উপস্থিতিতে নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।