ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে আবারও নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ১৩ নভেম্বর বুধবার বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এলাকার নেতা-কর্মীদের নিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে ওইদিনই তা জমা দেন।
তিনি এ আসন থেকে ৯১,৯৬ ও ২০০৮ এর জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হন। ২০০১ এর নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে অল্প ভোটের ব্যবধানে হারানো হয়। ৯৬-এ আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি কৃষি ও খাদ্য মন্ত্রণালয়সহ ৩ টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০০৮ সালে কৃষি মন্ত্রী হিসেবে সারা দেশের কৃষি খাতকে উন্নয়নের মডেলে পরিণত করেন। সাধাসিধে জীবন-যাপনে অভ্যস্থ এ বর্ষীয়ান নেত্রী জাতীয় রাজনীতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে এক অন্যন্য প্রতিভা। তিনি দেশের কৃষি উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করায় সরকারের ভাবমূর্তি উজ্জল করেছেন। তার নেতৃত্বেই কৃষি মন্ত্রণালয় একটি সফল মন্ত্রণালয় হিসেবে পরিচিতি পেয়েছে। নির্বাচনী এলাকার স্থানীয় রাজনীতিতে চাওয়া-পাওয়ার প্রশ্নে এবার কিছুটা ভিন্নতা সৃষ্টি হলেও এলাকার ভোটারদের অনেকেই বলছেন, জয়ের পথে তিনিই এগিয়ে রয়েছেন।
