ইয়ানুর রহমান : যশোরে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫টি হাতবোমাসহ ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে শহরের বেজপাড়া বিহারী কলোনি এলাকা থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, বেজপাড়া বিহারী কলোনি এলাকার মাজাহার আলীর ছেলে নুরুজ্জামান আশিক (২৫), খোরশেদের ছেলে রাজু (২৪), শওকত আলীর ছেলে নওশাদ (২৬) ও ইজাহার আলীর ছেলে ইকবাল (২৫) এবং বেজপাড়া মেইন রোড এলাকার রফিক উদ্দিনের ছেলে বাবর (২৭)।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদুল হক জানান, র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৫টি হাতবোমাসহ ওই ৫জনকে আটক করেছে। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।