মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যেগে সরকার নির্দেশিত ছকে একতরফা নির্বাচন সম্পন্ন করার ষড়যন্ত্র ও জামায়াতকে নির্বাচনে অংশ নিতে পারবে না মর্মে দেয়া অসাংবিধানিক ও জাতীয় নেতৃবীন্দের মুক্তির দাবিতে বৃহস্পতিবার জেলা শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। চৌমুহনী পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারী এম শাহেদ আলী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, পৌর সেক্রেটারী আহমদ ফারুক, সদর থানা সেক্রেটারী সৈয়দ তারেক আহমদ, ছাত্রশিবিরের শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, জেলা সভাপতি দেলোওয়ার হোসেন, শহর সেক্রেটারী ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ। মিছিল পরবর্তী সমাবেশে জেলা সেক্রেটারী এম শাহেদ আলী বলেন, বর্তমান নির্বাচন কমিশন তাদের আচরণ ও ভূমিকার মাধ্যমে নিজেদেরকে সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। সরকার নিজেদের নির্দেশিত ছকে নির্বাচন পরিচালনা করার জন্য তাদের পছন্দনীয় লোককে নির্বাচন কমিশনে বসিয়ে এ সাংবিধানিক প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে।