সুমন মলিক, ভাণ্ডারিয়া (পিরোজপুর): ভান্ডারিয়ায় সুদর্শন হত্যা মামলার আসামী রবিবালা (৪৫) কে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।
বুধাবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর সদর থানার কদমতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত: আতরখালী গ্রামের শিক্ষক বিরাংশু বৈরাগীর ছেলে সুদর্শন (২৪) নিখোঁজের ৪দিন পর ১৯জুলাই ২০১৩ইং শুক্রবার রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার আতরখালী এলাকার একটি বিলের মধ্যথেকে সুদর্শন এর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিরাংশু বৈরাগীর বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জুয়েল জানান গোপন সংবাদের ভিত্তিতে রবিবালাকে কদমতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ।
