বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব, ইতিহাসবিদ,মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব সিরাজ উদ্দিন আহম্মেদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৪ নভেম্বর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ অফিস থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেন।
সাবেক সচিব সিরাজ উদ্দিন আহম্মেদ এলাকার সর্বজনখ্যাত যোগ্য প্রার্থী হিসাবে পরিচিত। তিনি দলীয় মনানয়ন সংগ্রহ করে দলীয় নেতা কর্মীদের নিয়ে মিছিল সহকারে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের অফিস থেকে বেরিয়ে আসেন।
