মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলায় ক্ষমতাসীন দল আওয়ামীলীগ নামধারী কতিপয় ব্যক্তি সরকারি সম্পত্তি অবৈধ ভাবে দখল করে মার্কেট নির্মাণ করার লিখিত অভিযোগ পাওয়া গেছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, উপজেলার হোগলা বাজারের ১নং খতিয়ান ভূক্ত ৮৮৯৮দাগের মন্দিরের পেছনে সরকারি জমি স্থানীয় স্বার্থান্বেসী আওয়ামীলীগ নামধারী শংকর চন্দ্র সাহা, কাজল কুন্ডু, অসিত সিংহ ও রতন সাহাসহ কতিপয় ব্যক্তি নিজেদের স্বার্থ রক্ষার জন্য মন্দির উন্নয়নের দোহাই দিয়ে অবৈধ ভাবে জোরপূর্বক দখল করে নেয়। দখলকৃত জমিতে তারা নিজস্ব অর্থায়নে বিল্ডিং করে দোকানের নির্মান কাজ শুরু করলে বিষয়টি এলাকাবাসী জেলা প্রশাসক নেত্রকোনাকে অবহিত করেন। জেলা প্রশাসকের ্িনর্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈন উদ্দিন তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ করার নির্দেশ দেন। পরে ওই আদেশ অমান্য করে আবারও নির্মান কাজ শুরু করলে বিষয়টি এলাকাবাসী আবারও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে অবহিত করেন। পরে গত ৮ অক্টোবর জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু অদৃশ্য ক্ষমতাবলে অদ্যবধি নির্মান কাজ অব্যহত আছে। ওই সরকারী সম্পত্তি সংলগ্ন স্থানীয় কান্তি ভূষন সাহার ৪২২ খতিয়ানের ৮৮৮২দাগের ৫শতক জমি ব্যক্তিমালিকানাধীন হওয়ার ফলেও তা রক্ষা পায়নি এই চক্রের হাত থেকে। এমন অভিযোগ কান্তি ভূষন সাহার। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসন রহস্যজনক কারণে ভূমিদস্যু ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন না।
এ ব্যাপারে অভিযুক্ত শংকর চন্দ্র সাহা ও কাজল কুন্ডুর সাথে কথা বললে তারা জানান, সরকারি সম্পত্তি মন্দিরের নামে বন্দোবস্ত নিয়ে মন্দির উন্নয়নের জন্য তারা দোকান ঘর নির্মান করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহা. হেলাল উদ্দিন সরকারি জায়গায় ঘর নির্মানের বিষয়টি স্বীকার করেছেন।